ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

সারাদেশ

সুতাং নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর মিলল শিশুর লাশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, আগস্ট ৭, ২০২৫
সুতাং নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর মিলল শিশুর লাশ  শিশু মুনতাহা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজ হওয়ার তিনদিন পর মুনতাহা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।

নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে লাশটি পাওয়া যায়। মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস টানা দুদিন অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার বদরগাজী এলাকায় নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার আত্মীয়-স্বজনকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন ও উদ্ধার করে নিয়ে আসেন।

পাইকপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফারুক মিয়া স্থানীয়দের বরাত দিয়ে এতথ্য দিয়েছেন। দুপর পৌনে ১টায় তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।  

ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, মুনতাহা সুতাং নদীতে পড়ে গেলে আরেকটি শিশু তার বাড়িতে এসে খবর দেয়। তবে পরিবারের সদস্যরা পৌঁছানোর আগেই সে স্রোতে ভেসে যায়।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে একটি শিশুর লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।