কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশনের একটি ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী।
জানা গেছে, শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। কক্সবাজার সদরের লিংকরোড বিসিক শিল্প নগরীতে তার কাঠের কারখানা রয়েছে, এছাড়া তিনি এখানে বিভিন্ন ব্যবসা করতেন। মেজবাহ লিংকরোড স্টেশনের একটি চারতলা ভবনে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
স্থানীয়দের ধারণা, তাকে কেউ হত্যা করে ছাদ থেকে লাশ ফেলে দিয়েছে। এ বিষয়টি তদন্তের দাবি জানান তারা।
মেজবাহর কারখানার ম্যানেজার মোহাম্মদ রাকিব জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান মেজবাহ। নামাজ শেষে তিনি বাসায় ফেরেন। এরপর ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়তে দেখা যায় তাকে। স্থানীয়রা তার রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ম্যানেজার রাকিব আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে, তাকে কেউ হত্যা করে ওপর থেকে লাশ ফেলে দিয়েছে। কারণ, ফুটেজে দেখা গেছে, ওপর থেকে পড়ার পর তিনি কোনো নড়াচড়া করেননি। একেবারে নিস্তেজ ছিল তার শরীর। ফলে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআই