ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জুলাই ২৮, ২০২৫
খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা খাগড়াছড়ির ম্যাপ।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।

সোমবার (২৮ জুলাই) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের অন্তর্গত আরবারিপাড়া এলাকায় এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বিধবা নারী ও ঘাগরাপাড়া মন্দিরের জন্য ঢেউটিন, দলদলিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে পানির ট্যাংকি, মন্দিরের জন্য হারমোনিয়াম, ৩০ জন পাহাড়ি ও বাঙালি পরিবারকে রেশন সামগ্রী এবং কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া মাটিরাঙ্গা জোন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রায় ৫০০ পাহাড়ি ও বাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি সবার জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।