রাঙামাটি: রাঙামাটিতে প্রবল বর্ষণে দেয়াল ধসে পড়ে মা-ছেলে আহত হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সকালে জেলা শহরের জেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির কারণে সকালে জেলা পরিষদ এলাকায় স্থাপনার দেয়াল ধসে পড়ে একটি টিনশেড বাড়িতে পড়ে। এতে ঘটনাস্থলে ঘরে থাকা রোজি আক্তার ও তার শিশু রানা আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার কাজ করে। আহতদের রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন অতিরিক্ত বৃষ্টি হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান।
এএটি