ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

ভর্তির কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে অফিস সহকারী বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, জুলাই ২৭, ২০২৫
ভর্তির কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে অফিস সহকারী বরখাস্ত মোর্শেদুল বারী লিয়ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ছাত্র ভর্তির নামে একাধিক অভিভাবকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে অফিস সহকারী কাম হিসাব সহকারী খন্দকার মোর্শেদুল বারী লিয়নকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

রোববার (২৭ জুলাই) দুপুরে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ এতথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মোর্শেদুল বারী লিয়নের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী  গত ১৭ জুলাই থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

জানা যায়, সিরাজগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলে সাতজন ছাত্রকে ভর্তির কথা বলে তাদের অভিভাবকদের কাছ থেকে মোট ১ লাখ ৪২ হাজার টাকা নেন অফিস সহকারী কাম হিসাব সহকারী মোর্শেদুল বারী লিয়ন। তবে কোনো ছাত্রকেই ভর্তি করাতে পারেননি তিনি। তারপরও ওই ছাত্রদের স্কুল ড্রেস পড়ে পরীক্ষায় অংশহগ্রহণ করতে বলেন লিয়ন। আর তখনই বিষয়টি সবার নজরে আসে।  

এদিকে ছাত্র ভর্তির কথা বলে ৩০ হাজার টাকা নিয়েও ভর্তি করেননি বলে আব্দুল খালেক নামে এক অভিভাবক লিয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।  

প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, অফিস সহকারী লিয়ন এর আগেও দুবার সাময়িক বরখাস্ত ছিলেন। চলতি বছরে নির্দেশনা ছিল ভর্তির বিষয়ে কোনো তদবীর চলবে না। আপার লেবেলের তদবীরও গ্রহণ করা হয়নি। কিন্তু অফিস সহকারী গোপনে ভর্তির নামে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন। ভর্তির সময় পার হওয়ার পরও তার অফিসে লোকজনের আনাগোনা দেখা যায়। একপর্যায়ে অভিভাবকরা টাকা ফেরতের জন্য চাপাচাপি করলে লিয়ন তাদের বাচ্চাদের স্কুল ড্রেস তৈরির পরামর্শ দেন। সম্প্রতি পরীক্ষার মধ্যে এমন সাতজন বাচ্চাকে ড্রেস পড়ে ফাঁকা জায়গায় বসিয়ে দেন। বিষয়টি আমাদের নজরে এলে ওই বাচ্চারা ভর্তি হয়েছে কিনা জিজ্ঞেস করি। তখন তারা বলে, লিয়ন আসতে বলেছেন। তাদের কাছে বিস্তারিত শোনার পর অফিস সহকারী লিয়নকে ডেকে জিজ্ঞেস করলে তিনি ভুল স্বীকার করেন।  

এ কারণে তাকে ২ জুলাই শো-কজ করি। পরে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।  

এ বিষয়ে জানতে অভিযুক্ত মোর্শেদুল বারী লিয়নকে ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।  

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, লিয়নকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি ও দুজন শিক্ষককে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।