ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

টাঙ্গাইলে ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, জুলাই ২৬, ২০২৫
টাঙ্গাইলে ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজন

টাঙ্গাইলে রেলস্টেশনে ট্রেন থেকে এক তরুণীকে নামিয়ে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে তিন যুবক। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— ঘারিন্দা রেলস্টেশন সংলগ্ন এলাকার সজীব, দুলাল ও রুপু ওরফে নূপুর। গ্রেপ্তার নূপুর সিএনজি চালিত অটোরিকশার চালক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যেরর সৃষ্টি হয়েছে। জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়।

শুক্রবার (২৬ জুলাই) রাতে ধর্ষণের শিকার তরুণী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুলে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেসে উঠে পড়েন। পরে টাঙ্গাইল আসার পর ট্রেনের যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। পরে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে রাত সাড়ে ১০টার দিকে নেমে যান। এ সময় স্টেশনে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় ঢাকার একটি ট্রেনে ওঠেন।

এরপর অভিযুক্ত তিন যুবক মেয়েটিকে কৌশলে ট্রেন থেকে নামিয়ে স্টেশন সংলগ্ন একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর নুপুরের বাড়িতে নিয়ে দ্বিতীয়বার তাকে ধর্ষণ করা হয়। শনিবার সকালে ওই তরুণী ঘারিন্দা রেলস্টেশনে গিয়ে রেল পুলিশকে ঘটনা খুলে বলেন। পরে রেলওয়ে পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল থানা পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। ধর্ষণের শিকার তরুণী টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, বিষয়টি জানার পর আমরা থানা পুলিশকে অবগত করি এবং আমাদের সহযোগিতায় থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।