বগুড়ায় একটি হত্যাচেষ্টা মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ী সড়ক এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত যুবকের নাম একেএম ওসামা বিন কাদের (২০)। তিনি জেলা শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার আব্দুল কাদেরের ছেলে।
হামলার পর স্থানীয়রা ওসামাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক সূত্র।
আহতের পরিবার ও ওসামার বরাতে জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামে এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। ওসামা একটি হত্যাচেষ্টা মামলায় প্রধান সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। ওই মামলায় আসামি ছিলেন জুয়েল, যিনি তার স্ত্রীকে বিষপানে হত্যাচেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
আহতের বাবা আব্দুল কাদের বলেন, বগুড়ার এক নারীকে তার স্বামী বিষ পান করিয়ে হত্যাচেষ্টা করেন। পরে সেই নারী আদালতে মামলা করেন। মামলার প্রধান সাক্ষী হয় আমার ছেলে ওসামা। সেই ক্ষোভেই জুয়েল শরীয়তপুর থেকে এসে ওসামার ওপর হামলা চালায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আমরা হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছি। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এসআরএস