ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

এনসিপি ফ্যাসিবাদের কবর রচনা করে উঠে এসেছে: হাসনাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, জুলাই ২৫, ২০২৫
এনসিপি ফ্যাসিবাদের কবর রচনা করে উঠে এসেছে: হাসনাত এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

সিলেট: ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি ওঠে এসেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের, টেন্ডারবাজের দল নয়। এনসিপি সংকট থেকে ওঠে এসেছে।

সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে। সিলেটে এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা’কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে সিলেটে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিকেল ৪টায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে সভায় এ বক্তব্য রাখেন হাসনাত।

তিনি দলের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানিয়ে বলেন, “অর্পিতা আপা, এহতেশাম ভাই, জুনায়েদ ভাইয়ের নেতৃত্বে আপনারা সিলেটে এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—পরবর্তী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

হাসনাত আরও বলেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আওয়ামী লীগের সুবিধাভোগী লেখক ও নেতারা এখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চলনায় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সিলেটের অসংখ্য মানুষ প্রবাসে। আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে ভোটাধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখনো আশানুরূপ ফলাফল দেখতে পাইনি। আজকে এই সিলেটের পূণ্যভূমিদে দাঁড়িয়ে দাবি জানাচ্ছি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা এন্টি বিএনপি রাজনীতি করি অনেকে বলছে। আমরা বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ার বিরোধী নয়। তবে আমরা বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই দেবো না। কোনো সিন্ডিকেটের ঠাঁই দেবো না। কোনো সন্ত্রাসীদের ঠাঁই দেবো না। আর আগামী যদি ঐক্য হয়। আমরা ক্ষমতায় যাই। তাদের একটি শর্ত মেনে আসতে হবে, বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, সিন্ডিকেট করা যাবে না। বাংলাদেশে জনগণের রাজনীতি করতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, কেন্দ্রীয় যুব সংগগঠনের যুগ্ম সদস্য সচিব জাহিদুর রহমান, কেন্দ্রীয় নেতা আবু বাকের মজুমদার, ব্যারিস্টার নুরুল হুদা, সিলেট জেলা সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান।

এ সময় উপস্থিত ছিলেন- নবগঠিত দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পদযাত্রা ও জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। এর আগে একইদিন দুপুরে সুনামগঞ্জেও ‘জুলাই পদযাত্রা’অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতারা অংশ নেন এবং আলতাফ স্কোয়ারে গণসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

 
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।