ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

সারাদেশ

উত্তরায় বিমান দুর্ঘটনা, কর্মসূচি স্থগিত করে ঢাকার পথে নাহিদরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, জুলাই ২১, ২০২৫
উত্তরায় বিমান দুর্ঘটনা, কর্মসূচি স্থগিত করে ঢাকার পথে নাহিদরা ঢাকার পথে নাহিদরা

খাগড়াছড়ি: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই বিমান বিদ্ধস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে প্রবেশকালে বিমান দুর্ঘটনার খবর পান।

সংক্ষিপ্ত করেন পদযাত্রা কর্মসূচি।

পদযাত্রা কর্মসূচি শেষে খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় বিমান দূর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঢাকার উত্তর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিদ্ধস্ত হওয়ার ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোর প্রতি অনুরোধ জানান।

পরে সভায় বক্তব্য শেষে হতাহতের জন্য দোয়া করা হয়। এদিকে খাগড়াছড়ি থেকে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে কর্মসূচি থাকার কথা থাকলেও তা স্থগিত করে ঢাকার উদ্দেশে রওনা হয়।

এনসিপির দক্ষিনাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা বলেন, বিমান দুর্ঘটনার কারণে আপাতত পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। সফররত কেন্দ্রীয় নেতারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।