ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

সারাদেশ

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জুলাই ১৭, ২০২৫
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন এ পাঁচ নেতাকে নিয়ে করা হয়েছে নীলফামারী বিএনপির আহ্বায়ক কমিটি

নীলফামারী: নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর সেলিম ফারুককে আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেলকে সদস্য করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাবেক সহ-সভাপতি সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। তারা যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।  

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।