ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, অক্টোবর ২২, ২০২৫
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার প্রতীকী ছবি

গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ নম্বর পলাতক আসামি সুমন শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সুমন গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামের রতন শেখের ছেলে।  

র‌্যাব জানায়, গোপালগঞ্জে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‌্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক।  

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।