ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

চোরাই পণ্যবাহী ভেবে পিকআপে গুলি, হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, অক্টোবর ২২, ২০২৫
চোরাই পণ্যবাহী ভেবে পিকআপে গুলি, হেলপার নিহত ফাইল ফটো

সিলেট: জেলার সীমান্তবর্তী জৈন্তাপুরে বিজিবির গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সুপারি বহনকারী একটি গাড়ির হেলপার ছিলেন।

বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালিদাড়া কান্দিরমুখ মসজিদের দক্ষিণে তাজ উদ্দিনের বাড়ির পাশে চতুল-লালাখাল রোডে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। ঘটনার পর বিক্ষোব্ধ জনতা বিজিবির চার সদস্যকে আটকে রাখে। পরে পুলিশ তাদের উদ্ধার করে সুরাইঘাট বিওপিতে পৌঁছে দেয়।

স্থানীয় সূত্র জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুইরঘাট বিওপির ৪ জন বিজিবি সদস্য ২টি মোটরসাইকেলযোগে টহল দেওয়ার সময় গুলি ছুঁড়েন। ওই সময় স্থানীয়ভাবে পঁচা সুপারি বহনকারী একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে পেছন থেকে ৩টি গুলি করে বিজিবির সদস্যরা। তিনটি গুলি গাড়ির ওপরে থাকা পিকআপের হেলপার আলমাসের মাথার পেছনে ও পিঠে বিদ্ধ হয়। এরপর বিক্ষোব্ধ জনতা বিজিবিকে ঘেরাও করে রাখে।

১৯ বিজিবির কমান্ডার লেফটনেন্ট কর্নেল জুবায়ের আহমদ গণমাধ্যমকে জানান, গুলিতে একজন নিহত হয়েছেন। তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তি চোরাই পণ্যবাহী ট্রাকের সঙ্গে ছিলেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান বাংলানিউজকে বলেন, আমরা লাশ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়েছি। পরে বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা এবং বিচার দাবি করেছেন। তারা বলেন, স্থানীয়ভাবে জকিগঞ্জ ও কানাইঘাটে বিপুল পরিমাণ সুপারি হয়। ওই পিকআপ ভ্যানে লোকাল সুপারি নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় চোরাই পণ্য ভেবে গুলি ছোড়া হয়।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।