নরসিংদী: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে রায়পুরা ইউনিয়নের সাহারখোলা মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে হাটঁতে যান কয়েকজন এলাকাবাসী। পরে তারা নদী পাড়ে জিও ব্যাগ ও কচুরিপানার সঙ্গে আটকে থাকা অবস্থায় লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুজ্জামান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জেএইচ