ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত কেন্দ্রীয় ছাত্রদলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জুলাই ১৬, ২০২৫
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত কেন্দ্রীয় ছাত্রদলের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত কেন্দ্রীয় ছাত্রদলের

কক্সবাজার: জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার (১৬ জুলাই)। এ উপলক্ষে পেকুয়া উপজেলা প্রশাসন, ছাত্রদল, বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (১৬ জুলাই) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির ও সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধি দল পেকুয়া মেহেরনামায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন।  

এর আগে তারা ওয়াসিমের গ্রামের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজখবর নেন।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দীন নাসির বলেন, মৃত্যুবার্ষিকীতে ওয়াসিমকে যেভাবে স্মরণ করার কথা ছিল, তেমন কোনো আয়োজন সরকারের পক্ষ থেকে চোখে পড়েনি। এটি আমাদের হতাশ করেছে।
তিনি বলেন, যে স্বপ্ন বুকে ধারণ করে ওয়াসিম মৃত্যুকে আলিঙ্গন করেছিল, সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার ওয়াসিমকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে বলেই বিভিন্ন ক্ষেত্রে তিনি বৈষম্যের শিকার হচ্ছেন।

এদিকে শহীদ দিবস উপলক্ষে পেকুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল, ‘জুলাইয়ের গল্প’ বলা, গ্রাফিতি উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা সম্মেলন কক্ষে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা, কৃষি কর্মকর্তা মো. ঈশা, ইকবাল হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, প্রধান শিক্ষক আবুল হাসেম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ হোসাইন, সদস্য সচিব মারেফুল ইসলাম, নাইমুর রহমান, এহছানুল হক এবং সাংবাদিক এফ এম সুমন।

অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরামের মা জোসনা বেগম, বোন সাবরিনা ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।