মুষলধারে বৃষ্টিতে বগুড়ায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিতে জেলা শহরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষ।
সরেজমিনে দেখা গেছে, মুষলধারে বৃষ্টিতে জেলা শহরের সাতমাথা, বড়গোলা, টিনপট্টি, বাদুরতলা, নামাজগড় ও গোয়ালগাড়ীসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে গেছে। স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ চরমে।
বড়গোলা এলাকার বাসিন্দা আলম হোসেন বাংলানিউজকে বলেন, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে যায়। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে গলিতে পানি ঢুকে অনেক বাড়িঘরের ভেতরেও প্রবেশ করেছে। অনেকেই রিকশা না পেয়ে হাঁটতে বাধ্য হন।
রবিউল ইসলাম নামে এক অভিভাবক বাংলানিউজকে বলেন, বৃষ্টি হলেই রিকশা পাওয়া যায় না। আবার যা-ও পাওয়া যায়, সেগুলো ভাড়া দ্বিগুণ। তাই বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের বগুড়ার উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কবীর বলেন, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সারাদিন বৃষ্টি হতে পারে এবং আগামী দুদিনও এমন আবহাওয়া বিরাজ করতে পারে।
এসআরএস