গোপালগঞ্জ: জুলাই গণঅভ্যুথানে শহীদ ছাত্র-জনতার স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে গোপালগঞ্জ জেলা শহরের পুরাতন লঞ্চঘাট গোলচত্বর এলাকায় এ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যোন্ট মজিবুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ণ সংস্থা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সমীর কুন্ডু ও তন্ময় কর্মকারসহ সরকারি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিসি মুহম্মদ কামরুজ্জামান বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তাদের স্মরণে এই জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ করা হচ্ছে।
এএটি