বান্দরবান: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন।
রোববার (১৩ জুলাই) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
সূত্রে জানা যায়, রাত ২টার দিকে দেওয়াই হেডম্যান পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওরকান ম্রো (৭১), তুমলে ম্রো (১৭) ও রুনলে ম্রো (৩৫) নামে তিন নারী মারা যান। এসময় কয়েকজন আহত হন।
সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বিদ্যুৎ বিতরণ বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসআই