জামালপুরের মাদারগঞ্জে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মাসুদ প্রামাণিক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আহত হয়েছেন তার চাচা রুবেল প্রামাণিক।
রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে চাচা-ভাতিজা ঘরে ঘুমিয়েছিলেন। কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ছুরি দিয়ে তাদের শরীরের বিভিন্নস্থানে ক্ষতবিক্ষত করে চলে যায়। এতে ঘটনাস্থলের মাসুদের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চাচা রুবেল প্রামাণিককে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ এবং পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে না ওটায় তাদের ডাকাডাকি করলেও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মাসুদ প্রামাণিকের লাশ উদ্ধার করে।
মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
আরএ