ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জুলাই ১৩, ২০২৫
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত দুর্ঘটনাকবলিত অটোরিকশা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কে ঘুন্টিঘর নামক স্থানে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

তাদের ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- অটোরিকশাচালক পাইকারছড়া ইউনিয়নের বানু মিয়া এবং অপরজন এক নারী যাত্রী। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি ড্রাম ট্রাক ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোরিকশাচালক।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আবু সায়েম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটোরিকশাচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। চারজন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহামুদ জানান,  ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।