নরসিংদী: নরসিংদীতে এসএসসির ফলাফলে এ বছরও সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল অ্যান্ড হোমস।
এবার বিদ্যালয়টির ৩২০ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) অনলাইনে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।
প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা ও মিসেস নাছিমা মোল্লা।
এর আগে ২০২৪ সালে শতভাগ পাসসহ ৯৯.৬৬ শতাংশ জিপিএ-৫ এবং ২০২২, ২০১৭ ও ২০১৫ সালে শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল করেছিল এ প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিএসসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই বোর্ডে দেশ সেরার স্থান দখল করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এসআই