ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

সারাদেশ

নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, জুলাই ১০, ২০২৫
নেত্রকোনার বিজয়পুর  সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করল বিএসএফ

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন করা লোকজনের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং দুজন পুরুষ রয়েছেন।

তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ জুন) ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয় বলে নিশ্চিত করেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

তিনি বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল টহল দিচ্ছিল। এসময় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে আড়াপাড়া এলাকা থেকে বিএসএফের পুশ-ইন করা ২১ জনকে আটক করে বিজিবি।  

আটক সবাইকে স্থানীয় দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এর আগে, গত ৪ জুন রাতে প্রথমবারের মতো একই উপজেলার সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ-ইন করে বিএসএফ। তাদের মধ্যে ২১ নারী, তিনটি শিশু ও আটজন পুরুষ ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।