ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

রাজনৈতিক ডামাডোল বিএনপির উন্নয়ন কাজ ব্যাহত করতে পারবে না: রিজভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, জুলাই ৯, ২০২৫
রাজনৈতিক ডামাডোল বিএনপির উন্নয়ন কাজ ব্যাহত করতে পারবে না: রিজভী সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণার ক্যানসার আক্রান্ত মাকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিচ্ছেন রহুল কবির রিজভী,

কোনো রাজনৈতিক ডামাডোল বিএনপির সমাজ উন্নয়ন এবং সমাজ সেবামূলক কাজকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী।

বুধবার (৯ জুলাই) রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মা ভূজোপতি চাকমাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।

রহুল কবির রিজভী বলেন, আপনারা নিজেদের একা ভাববেন না। আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আছে এবং তার নেতা তারেক রহমান সাহেবও আপনাদের সঙ্গে আছে।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, আজকে নির্বাচনকে পিছানোর জন্য নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি, সেগুলো কোনো কাজে লাগবে না।  

রিজভী বলেন, এখানে উপরে টিন, কুঁড়ে কুঁড়ে ঘর। সেখানে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা নির্ধারণ করবে। তারাই হচ্চে শক্তি, তাদের সেই শক্তিকে কেড়ে নেওয়া যাবো না।

এদিকে সাফজয়ী ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মাকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের হয়ে দুই লাখ টাকা চিকিৎসা সহায়তা দেন তিনি এবং প্রতিমাসে চিকিৎসা ব্যয়ের জন্য বিএনপির পক্ষ থেকে মাসে ৩০ হাজার টাকা দেওয়া হবে বলে জানান।

এসময় ‘আমরা বিএনপি পরিবার' এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ক্যানসারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার অনুপ্রেরণায় ঋতু খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা মিয়ানমারের বিপক্ষে দুটি গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। তুর্কমেনিস্তানের বিপক্ষেও একটি গোল করেন তিনি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।