কয়েকদিন থেকেই থেমে থেমে আবার কখনো একনাগারে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বান্দরবানে। বৃষ্টির সঙ্গে বইছে প্রবল বাতাস।
বান্দরবান জেলা সদরসহ সাত উপজেলায় এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এদিকে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলো এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। টানা বৃষ্টির কারণে জনজীবন থমকে গেছে। কাজ ছাড়া স্থানীয়রা ঘরের বাইরে যাচ্ছে না, সড়ক ও নদীপথে ও যাত্রীর সংখ্যা কমে গেছে অনেকটা।
আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) বান্দরবানে ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকক্টর (এনডিসি) আসিফ রায়হান জানান, গত কয়েকদিন ধরে বান্দরবানে প্রচুর বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, আর একারণে প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বান্দরবানের সাতটি উপজেলায় আশ্রয়কেন্দ্র ও পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে তবে এখনো বান্দরবানে বন্যা কিংবা পাহাড় ধসে হতাহতের কোনো ঘটনা নেই।
আরএ