গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার বনগ্রাম এলাকার কাদের মিয়ার স্ত্রী শিল্পী আক্তার (৩৮)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, শ্রীপুরে বাসা ভাড়া থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন শিল্পী আক্তার। সকালে তিনি কাজের উদ্দেশে বাসা থেকে বের হন। একপর্যায়ে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/আরআইএস