ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

পাঁচবিবিতে ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৭, মে ২২, ২০২৫
পাঁচবিবিতে ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ফাইল ফটো

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বুধবার (২১ মে) দিনগত রাত সাড়ে ১২টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) লিয়াকত শরীফ খান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে রাত পৌনে ১০টার দিকে ঈশ্বরদী- পার্বতীপুর রেলরুটের জয়পুরহাট-হিলির মধ্যবর্তী পাঁচবিবি রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।


তদন্ত কমিটিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদারকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলো- পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) মোছা. হাসিনা খাতুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত টিমকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হওয়ায় উদ্ধারকাজ করতে পার্বতীপুর ও ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেনসহ রেলওয়ের প্রকৌশল বিভাগের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রওনা হয়েছেন।  

এদিকে দুর্ঘটনার কারণে খুলনা-ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ৫টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকে পড়েছে। এতে ভ্রমণপ্রিয় ট্রেনের যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েছেন। সমস্যা সমাধান করে দ্রুত রেললাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলমান রেখেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।  

প্রসঙ্গত: জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-খুলনাসহ উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী জংশন থেকে তেলবাহী ট্রেনটি পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি ঈশ্বরদী-পার্বতীপুর রেলরুটের জয়পুরহাট-হিলির মধ্যবর্তী পাঁচবিবি রেলস্টেশনের অদূরে পৌঁছালে  একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।