ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ক্যাম্প থেকে পালিয়ে বান্দরবানে শ্রমিক হিসেব কাজ করতেন ৮ রোহিঙ্গা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, মে ২১, ২০২৫
ক্যাম্প থেকে পালিয়ে বান্দরবানে শ্রমিক হিসেব কাজ করতেন ৮ রোহিঙ্গা

বান্দরবান: উখিয়ার ক্যাম্প থেকে পালিয়ে বান্দরবানে এসে গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করতেন আট রোহিঙ্গা।  মাস দেড়েক এভাবে চললেও অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ।

 

বুধবার (২১ মে) সকালে বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আবদুল করিম (৪৫), শামসুল আলম (৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া (৪৫), মুজিবুল্লাহ (২৫), মো. তৈয়ব (২২), করিম উল্লাহ (২২) ও সৈয়দুল্লাহ (২২)।  

পুলিশ জানায়, আটজন মিয়ানমারের (রোহিঙ্গা) নাগরিক বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় অবস্থান করছেন- এমন খবর পেয়ে বালাঘাটা এলাকায় অভিযান চালায় বান্দরবান সদর থানার পুলিশের একটি দল। এসময় বালাঘাটার পূর্ব মুসলিম পাড়া থেকে আট রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তারা কক্সবাজারের উখিয়া তাইংখালি রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। সেখান থেকে পালিয়ে এসেছিলেন তারা।  

রোহিঙ্গা মাঝি (টিম লিডার) আবদুল করিম বলেন, গত দেড় মাস ধরে তারা বান্দরবান পৌরসভার বালঘাটার পূর্ব মুসলিম পাড়ায় বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।  

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, যাচাই বাছাই শেষে আটক আটজনকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।