রাজশাহী: রাজশাহীতে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর মেহেরচন্ডি ফ্লাইওভারের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে নাহিয়ান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলকার আজিজুর রহমানের ছেলে এবং পিয়াস মেহেরচন্ডি এলাকার পিয়ারুল ইসলামের ছেলে।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, শনিবার সন্ধ্যায় মতিহার থানাধীন ফ্লাইওভারের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই দুই কিশোরের মোটরসাইকেলের গতি বেশি থাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বৈদ্যুতিক পোলের সাথে গিয়ে মেরে দেয়। এরপর তারা দুইজনই রাস্তার ওপর ছিটকে পড়ে। গুরুতর আহতাবস্থায় নাহিয়ান ও পিয়াসকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এ দুই কিশোর পাশের খড়খড়ি উচ্চ বিদ্যালয় ১০ শ্রেণির ছাত্র ছিল।
ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ এরই মধ্যে তাদের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এসএস/এএটি