ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

চাঁদপুরে অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, মে ১৩, ২০২৫
চাঁদপুরে অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ জব্দ অবৈধ চায়না দুয়ারি জাল

চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ অভিযানে ছোট মাছ নিধনের উদ্দেশ্যে ব্যবহৃত অবৈধ ৪০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ১১টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ডে কুমিল্লা থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে এসব জাল জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল বাসস্ট্যান্ডে অবস্থান নেয় এবং কুমিল্লা থেকে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে অবৈধ চায়না দুয়ারি জালগুলো জব্দ করে, যা জেলা শহরের পুরানবাজার এলাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।  

পরে বিকেল ৪টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ ৪০০টি চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।