ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

খাগড়াছড়িতে বিএনপির ২নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, এপ্রিল ৩০, ২০২৫
খাগড়াছড়িতে বিএনপির ২নেতা বহিষ্কার

খাগড়াছড়ি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক নিপু আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

বহিষ্কৃত দুই নেতা হলেন— মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আক্কাস আলী ও বাটনাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাদের (আক্কাস ও বেলাল) ওপর অর্পিত পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, ভূমি দখল কিংবা কাউকে হয়রানি করার সুযোগ পাবে না। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ইতোমধ্যে বিষয়টি জানিয়ে নেতা-কর্মীদের সতর্ক করেছেন।
তবে বহিষ্কৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত জানা যায়নি।

এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।