মৌলভীবাজারের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মিলাদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জেলা সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাগুরিয়া গ্রামের ভাইদিঘি হাওরে এ ঘটনা ঘটে।
নিহত মিলাদ ওই গ্রামের তাজুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধান কাটতে বাবা তাজুদ মিয়ার সঙ্গে ভাইদিঘি হাওরে যান মিলাদ। এসময় সঙ্গে ছিলেন তার আরও দুই ভাই। ধান কাটা অবস্থায় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মিলাদের মৃত্যু হয়। তবে তার সঙ্গে সেখানে থাকা অন্যরা সুস্থ আছেন।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবুও আমরা তদন্ত করে দেখবো বিষয়টি।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
বিবিবি/এসআরএস