ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

সড়কে দড়ি ফেলে বাইকের গতিরোধ, মুখোশ পরে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
সড়কে দড়ি ফেলে বাইকের গতিরোধ, মুখোশ পরে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা আবুল হাশেম। ফাইল ছবি

ফেনী: ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল হাশেম (৫৫) নামে এক বিএনপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার-সওদগর হাট সড়কের সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়কে দড়ি পেতে হাশেমকে মোটরসাইকেল থেকে ফেলে মুখোশ পরা দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটায়।

 

তিনি চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরদরবেশ গ্রামের হাদা ব্যপারী কোনার আব্দুর শুক্কুরের ছেলে এবং বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, জমির বিরোধ নিয়ে দীর্ঘ দিন ধরে হাশেমের সঙ্গে একই গ্রামের আমির হোসেন ননাদের দ্বন্দ্ব চলছে। উভয় পরিবারের দ্বন্দ্বে ২০২১ সালের ৩১ মে ভোর ৬টায় আমির হোসেন ননা মিয়ার ভাই কৃষক বেলাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আমির হোসেন ননা মিয়া বাদী হয়ে হাশেমসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর হাশেমসহ অপর আসামিরা গ্রেপ্তার হন।  

দীর্ঘদিন কারাভোগের পর তারা জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। জুলাই আন্দোলনে ফেনীর একটি হত্যা মামলায় আমির হোসেন ননা মিয়াকে আসামি করা হয়। ওই মামলায় নানা মিয়া আদালত থেকে জামিন নেন। এ ঘটনায় হাশেমদের দায়ী করেন ননা মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে।  

মঙ্গলবার ভোর ৬টার দিকে হাশেম মোটরসাইকেল যোগে সোনাগাজী পৌর শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন ঘটনাস্থলে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ১০-১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত সড়কের ওপর রশি ফেলে হাশেমের মোটরসাইকেলের গতিরোধ করলে তিনি পড়ে যান।  

এসময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হাশেমকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি নামক স্থানে অ্যাম্বুলেন্সের মধ্যে হাশেম মারা যান।  

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বায়েজীদ আকন জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।  

সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু বলেন, হাশেম বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। শুনেছি জমি সংক্রান্ত বিরোধে তাকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যম খুনিদের চিহ্নিত করা হোক।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।