মাগুরার সেই ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনকে আইনি সহায়তা দেওয়ার জন্যে ঢাকা থেকে আইনজীবী নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিদপ্তরের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজর (অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সুবিধাদি প্রাপ্ত) অ্যাডভোকেট মো. এহসানুল হক সমাজী এ বিষয়ে নিয়োজিত হয়েছেন বলে জানানো হয়েছে।
দেশব্যাপী আলোচিত এই মামলায় চারজনকে আসামি করে ৮ মার্চ শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে (৪৭) প্রধান আসামি করা হয়েছে। শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), তার ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজীবের মা জাহেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তারা চারজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
চাঞ্চল্যকর এই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ২০ এপ্রিল জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদের আদালতে এ শুনানি হয়। শুনানিতে হিটু শেখসহ সব আসামিকে আদালতে হাজির করা হয়।
রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হিটু শেখকে প্রধান আসামি করে মামলা করেন মেয়েটির মা।
এ ঘটনায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় গেল ১৩ এপ্রিল বিকেলে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। তদন্ত প্রতিবেদনে মামলায় চার আসামিকেই অভিযুক্ত করা হয়েছে।
ধর্ষণ ও হত্যার ঘটনায় হিটু শেখকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া শিশুটির বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে মাগুরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, ইতোমধ্যে অবগত হয়েছি যে মাগুরায় চাঞ্চল্যকর আছিয়া হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন আইনজীবীকে (অ্যাটর্নি জেনারেলের পদমর্যদা সম্পন্ন সুবিধাভোগী) নিয়োগ দিয়েছে। আশা করি অচিরেই তিনি মামলার বিষয়ে অবগত হবেন এবং রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করবেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
আরএ