গোপালগঞ্জে ১১ কেজি গাঁজা ও এক লাখ পাঁচ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ এপ্রিল) জেলা সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া ও নকড়িরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সোনিয়া বেগম ও মো. ওবায়দুল।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গোপীনাথপুর শরীফপাড়া থেকে ১০ কেজি গাঁজাসহ সোনিয়াকে ও নকড়িরচর এলাকা থেকে এক কেজি গাঁজা এবং এক লাখ পাঁচ হাজার টাকাসহ ওবায়দুল গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গ্রেপ্তার ওই দুজনের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআরএস