মাগুরা: মাগুরা শহরের মিরপাড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (২১ এপ্রিল) রাতে মিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মিরপাড়া গ্রামের মোহাম্মদ জাহিদ মিয়ার ছেলে মৌশান শেখ (২৮), একই গ্রামের বাবু শেখের ছেলে শাওন শেখ (২৮) ও মো. নয়ন হোসেন (৩০) এবং মৃত আহম্মেদ শেখের ছেলে মো. তুষার শেখ (৪২)।
সেনাবাহিনীর কর্নেল আনন্দ মোস্তফা মিশু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মীরপাড়ায় মৌশান শেখের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ওয়ান শ্যুটার গান, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও দুটি দা’।
অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআই