নাটোর: অটোরিকশায় এক তরুণকে শুইয়ে রেখে তার পিঠের ওপর জুতা পায়ে চেপে ধরে আছেন আরেক তরুণ। সঙ্গে থাকা অন্য কয়েকজন উচ্চ স্বরে গান বাজাচ্ছেন।
ভুক্তভোগী ফয়সাল হোসেন কদর (২৫) নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার কর্মী। তাকে মারধরের পর এভাবে নির্যাতন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (২০ এপ্রিল) দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ফয়সাল হোসেন কদর জানান, শহরের ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফেরার সময় পেছন থেকে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়েরের অনুসারী।
ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে ফয়সাল হোসেনকে সড়ক বিভাজকের ওপর ফেলে মারধর করেন। পরে অটোরিকশায় তুলে নির্মম নির্যাতন করেন এবং শহর ঘুরে বেড়ান। মারধরের কারণ জানতে চাইলে তারা বলেন, ‘তুই ছাত্রলীগ করিস কেন?’ পরে ‘আর ছাত্রলীগ করব না’—মর্মে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন বলে জানান ভুক্তভোগী ফয়সাল।
এ বিষয়ে নাটোর নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে (ফয়সালকে) মারধর করছিল। আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেই। বিষয়টি আসলেও ভালো হয়নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আমি জানি না। তবে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমজেএফ