যশোর: পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও গত ডামি নির্বাচনে যশোর-৬ আসনের সাবেক এমপি শাহীন চাকলাদারের যশোর শহরের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দুপুরে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালানোর সময় সেখানে কর্মরত শ্রমিকেরা পালিয়ে যান।
এদিন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও যুবলীগ নেতা শফিকুজ্জামান জুয়েলের বাড়িসহ আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে অভিযান চালানো হয়। কোতোয়ালি পুলিশের পাশাপাশি জেলা পুলিশের গোয়েন্দা শাখার কয়েকটি টিম এসব অভিযান পরিচালনা করে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই যশোর শহরে শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবেরে অগ্নিসংযোগ করেন আন্দোলনরত ছাত্র-জনতা। এরপরই শাহীন চাকলাদারের শহরের পুরাতন কসবা কাঁঠালতলার বাড়িটিতেও আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। ফ্যাসিস্টের পতনের পর থেকেই শাহীন চাকলাদার আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তিনি কোলকাতায় অবস্থান করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রোববার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ পুরাতন কসবা এলাকায় অভিযান চালায়। পুলিশ ওই এলাকার বিভিন্ন সড়কে টহল দেওয়ার একপর্যায়ে কাঁঠালতলায় শাহীন চাকলাদারের বাড়িতেও অভিযান চালায়। এসময় বেশ কয়েকজন শ্রমিক বাড়িটিতে কাজ করছিলেন। তারা পুলিশ দেখে কাজ ফেলে পালিয়ে যান। বসবা এলাকাটি এক সময় আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
বিষয়টি নিয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর আল মামুন জানান, এটা তেমন কোনো অভিযান না। বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য তিনি যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
কোতোয়ালি থানার ওসি আব্দুল হাসনাত বলেন, শাহীন চাকলাদারের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির ভেতরে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরে এলাকার মানুষের কাছ থেকে জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা বাড়িটি সংস্কার কাজের সঙ্গে যুক্ত।
এদিকে যশোর পুলিশের পক্ষ থেকে জানা গেছে, দেশের দুই-একটি জায়গায় আওয়ামী লীগের ব্যানারে কয়েকজন মিছিল করেছেন। এ বিষয়টিকে কেন্দ্র করে সারা দেশে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে হেডকোয়ার্টার থেকে। যশোরে দলটির কোনো কর্মী যাতে সংগঠিত হতে না পারেন, সে জন্য যশোর কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান চালায়।
এসব অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না তা পরে জানানো হবে বালে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের ওসি মনজুরুল হক। তিনি বলেন, এ অভিযান যে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে হয়েছে, তা নয়, মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধে জড়িতদের টার্গেট করে চলমান অভিযানের অংশ ছিল এটি।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসআই