পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মেহের আলী (৫২) নামে মোটরসাইকেলের এক আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার পরশ আলীর ছেলে।
আহতরা হলেন- পার্শ্ববর্তী দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রিপাড়া এলাকার মৃত নেহাজ উদ্দীনের ছেলে মোজাফ্ফর ও অপু শেখের ছেলে আশিকুজ্জামান শামীম।
হতাহতরা সবাই জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দেবীডুবা ইউনিয়ন শাখার সদস্য বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মেহের আলী, মোজাফ্ফর ও শামীম আসন্ন ‘মে দিবস’ উপলক্ষে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের চিঠি বিতরণ করার জন্য দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথে লক্ষ্মীরহাট চৌরাস্তায় পঞ্চগড়গামী একটি পিকআপভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই তিনজন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেহের আলীকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর গুরতর আহত মোজাফ্ফরকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয় এবং শামীমকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা এতথ্য নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এসআরএস