ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জার্মান বিএনপির বিজয় মিছিল

সাগর আনোয়ার, জার্মানি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৯, আগস্ট ৭, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জার্মান বিএনপির বিজয় মিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসে জার্মান বিএনপির বিজয় মিছিল

ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় ও ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের দিনটিকে স্মরণ করে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে জার্মান বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন।  

মঙ্গলবার (৫ আগস্ট) জার্মানির রাজধানী বার্লিনে দিবসটি উপলক্ষে বিজয় র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্লিন বিএনপির সাবেক সভাপতি মো. জসিম সিকদার, জার্মান বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রেজাউল হক সাঈদ, বার্লিন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল বেপারি, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিয়ত খান মিঠু, সাবেক প্রচার সম্পাদক শাহ আলম নানা ও দলের সাবেক সিনিয়র নেতা নজরুল ইসলাম সেন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাঈদুর রহমান সাঈদ, রুবেল, নিজামসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অনন্য মাইলফলক। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির এ আন্দোলন অব্যাহত থাকবে। একমাত্র সুষ্ঠু নির্বাচনই কেবল জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ এর সর্বশেষ