ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

সূত্রাপুর থানা গণফোরামের আহ্বায়ক কমিটি গঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, অক্টোবর ২২, ২০২২
সূত্রাপুর থানা গণফোরামের আহ্বায়ক কমিটি গঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: শনিবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলুর সভাপতিত্বে সূত্রাপুর থানা গণফোরামের সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. আলমগীরকে আহ্বায়ক, মো. আরিফকে যুগ্ম আহ্বায়ক ও শাহ আলমকে সদস্য সচিব করে সূত্রাপুর থানা গণফোরামের ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণফোরাম সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সুমনসহ মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

গণফোরামের (মন্টু) কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ