ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

টাঙ্গাইল বার নেতাদের সঙ্গে জিএম কাদেরের শুভেচ্ছা বিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, এপ্রিল ১, ২০২২
টাঙ্গাইল বার নেতাদের সঙ্গে জিএম কাদেরের শুভেচ্ছা বিনিময়

ঢাকা: টাঙ্গাইল জেলা বারের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট কবির হোসেন উজ্জ্বলের নেতৃত্বে আইনজীবীদের একটি দল ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে।

শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে আইনজীবীরা তাকে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পার্টিকে সুসংগঠিত করতে জিএম কাদের উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আ. ছালাম চাকলাদার, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট আবুল হোসেন, ফকির শাহ আলম, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাডভোকেট আবু তায়েব আলী, অ্যাডভোকেট আবদুল কাদের তুলা, অ্যাডভোকেট আকবর আলী, অ্যাডভোকেট সুজাত আলীসহ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।