ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

জামিনে মুক্ত সাবেক ছাত্রদল সভাপতি রাজিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, ডিসেম্বর ১৮, ২০২১
জামিনে মুক্ত সাবেক ছাত্রদল সভাপতি রাজিব

ঢাকা: কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

তিনি বলেন,  সাবেক ছাত্রনেতা রাজিব আহসান শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।   এর আগে গত বুধবার (১৫ ডিসেম্বর) তিনি সব মামলায় আদালত থেকে জামিন পান।

তিনি আরও জানান, রাজিব আহসানকে কারা ফটকে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। গত ৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা,  ডিসেম্বর ১৮, ২০২১
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।