ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

‘আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, নভেম্বর ৩০, ২০২১
‘আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে’ ‘আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে’

ফরিদপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় ফরিদপুরেও বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় ফরিদপুর প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফসহ বিভাগীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সু-চিকিৎসার সুযোগ না দিলে অচিরেই কঠোর আন্দোলন সংগ্রাম করা হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। শুধু সমাবেশ নয়, হরতালের মত কর্মসূচি দিয়েও সরকারকে দাবি আদায়ে বাধ্য করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।