ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৯, আগস্ট ১৭, ২০২৫
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে নাহিদ ইসলামসহ অন্যরা

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।

রোববার (১৭ আগস্ট) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এই বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের সদস্য ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার চৌধুরী নিভা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

বৈঠকে নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণদের একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে আরও বেশি সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীর জন্য সুযোগ তৈরিতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।