ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ফরিদপুরে  জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, নভেম্বর ২৪, ২০২১
ফরিদপুরে  জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি 

ফরিদপুর: ফরিদপুরের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর জেলা বিএনপির স্মারক লিপি দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায়  ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.  সৈয়দ মোদার্রেস আলী ইসার সভাপতিত্বে  ফরিদপুর জেলা প্রশাসক বরাবর বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে একটি স্মারক লিপি দেওয়া হয়।


 
এ সময় উপস্থিত ছিলেন,  ফরিদপুর জেলা বিএনপি'র  সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক সৈয়দ  জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ও যুবদলের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।