ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে হেফাজতের আরো এক নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২২, মে ৮, ২০২১
সিলেটে হেফাজতের আরো এক নেতা গ্রেফতার

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে হেফাজতের আরো এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, শুক্রবার (৭ মে) বিকেলে জকিগঞ্জ শহরের একটি লাইব্রেরি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়।
 
গ্রেফতার জয়নুল ইসলাম উপজেলার বারহাল ইউনিয়নের নিজ গ্রামের মৃত মাওলানা সফিকুল ইসলামের ছেলে এবং জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের (মামুনুল) সাধারণ সম্পাদক।
 
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্কর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, গত ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় আরও ১১ জনকে গ্রেফতার করা হয়।
 
বাংলাদেশ সময়: ০১২৪  ঘণ্টা, মে ০৮, ২০২১
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।