ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

শিক্ষার্থীদের দেওয়া প্রতিজ্ঞা ও ইশতেহার বাস্তবায়নে বিজয় পূর্ণতা পাবে: শিবির সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, সেপ্টেম্বর ১০, ২০২৫
শিক্ষার্থীদের দেওয়া প্রতিজ্ঞা ও ইশতেহার বাস্তবায়নে বিজয় পূর্ণতা পাবে: শিবির সভাপতি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয় শিক্ষার্থীদের দেওয়া প্রতিজ্ঞা ও ইশতেহার বাস্তবায়নে পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আমি এ বিজয়কে শুধুমাত্র শিবিরের বিজয় বলে মনে করছি না, বরং এ বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর এবং দেশের আপামর মানুষের।

যারা কাঙ্ক্ষিত পরিবর্তনের রাজনীতি চান, এটা তাদের বিজয় হিসেবে দেখব আমরা। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, তাদের বিজয়। এ বিজয় তখনই পূর্ণতা পাবে, যখন শিক্ষার্থীদের দেওয়া প্রতিজ্ঞা ও ইশতেহার বাস্তবায়ন করা হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যেখানে হেরে গেলে প্রতিপক্ষকে মেনে নিতে পারি না। তবে আমার মনে হয়, ডাকসুর এ নির্বাচন একটা নতুন মডেল স্থাপন করতে পারে। ফলাফল যাই হোক, আমরা সেটা মেনে নেব। ইতোমধ্যে ছাত্রদলের যে জিএস প্রার্থী ছিলেন, তিনি ঘোষণা দিয়েছেন, তিনি এ নির্বাচন ও ফলাফল মেনে নিয়েছেন।

জাহিদুল ইসলাম বলেন, আমাদের আহ্বান থাকবে, এখানে যারা প্রতিযোগিতা করেছেন, যারা ডাকসুর অংশীদার আছেন, শিক্ষার্থীরা, সবাই মিলে ডাকসুর কাছে যে চাওয়া সেটা নিয়ে কাজ করবেন। ছাত্রশিবিরের প্যানেলের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, এ প্যানেল সবাইকে নিয়েই কাজ করবে।

এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।