ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, সেপ্টেম্বর ১০, ২০২৫
নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম শেখ তানভীর বারী হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাননি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তবে নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন তিনি।

নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে তিনি বলেছেন, শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই।

ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন। ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় হামিম দাবি করেন, “আজকের ভোটানুষ্ঠান সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে। ”

তিনি আরও লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ। ”

শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামিম আরও লেখেন, “প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো। ”

এমন বক্তব্যের জন্য প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম। তার পোস্টে প্রশংসা করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “That’s the kind of gesture a true leader makes.”

এনসিপির আরেক নেতা সারজিস আলম লিখেছেন, “Our Future Leader.”

সাদিকুর রহমান নামের একজন লিখেছেন, “আপনার কাছে থেকে এটাই প্রত্যাশিত ছিল ভাই। এবার হয় নাই, বাট আপনি একদিন অনেক বড় নেতা হবেন। ”

মিলন হাসান স্বাধীন নামের একজন লিখেছেন, “ভাই সহনশীলতাই নেতার গুণাবলি, যা আমরা আপনার কাছে দেখলাম। ”

হামিমের এই পোস্টে এখন পর্যন্ত ৮১ হাজারের বেশি রিঅ্যাক্ট, প্রায় ১৪ হাজার কমেন্ট এবং পোস্টটি ১৩ হাজার বার শেয়ার হয়েছে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।