ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনা করবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, এপ্রিল ২, ২০২১
নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনা করবে

ঢাকা: টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।  

শুক্রবার (২ এপ্রিল) এক বার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাশাপাশি, সংশ্লিষ্ট কোচ ও বোর্ড কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।

 

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া অসাধারণ অর্জন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনা করবে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে একইভাবে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ