ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

এনসিপির পদযাত্রা খুলনায় আসছে আজ বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, জুলাই ১১, ২০২৫
এনসিপির পদযাত্রা খুলনায় আসছে আজ বিকেলে

খুলনা: জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্যাপনের লক্ষ্যে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে। এক মাসে টেকনাফ থেকে তেঁতুলিয়া—বাংলাদেশের ৬৪টি জেলা সফর করবে এনসিপির জুলাই পদযাত্রা।

এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন শুক্রবার (১১ জুলাই) খুলনায় আসছেন।

খুলনা এনসিপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকালে যশোর হয়ে কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। সন্ধ্যায় শিববাড়ি মোড়ে পথসভা এবং রাতে পিপলস মোড়ে পথসভা করবেন তারা। এছাড়া শহীদদের কবর জিয়ারত, আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, নগরীর কিছু এলাকায় গণসংযোগের পরিকল্পনা রয়েছে সংগঠনের নেতাদের।

কেন্দ্রীয় নেতাদের সরাসরি অংশগ্রহণের কর্মসূচিকে ঘিরে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। পথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে দলটির নেতাকর্মীরা। খুলনা জেলার ৬৮টি ইউনিয়ন ও ৩১টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারাভিযান শেষ করেছে দলটি । তরুণ-যুবা সমাজ, শিক্ষার্থী, স্থানীয় সাংগঠনিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা এসব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

লিফলেট বিতরণ, মাইকিং, প্যানা ফেস্টুনসহ রোডশো চালানো হয়েছে । তরুণ-ছাত্র সমাজ, স্থানীয় সাংগঠনিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা গণসংযোগে অংশ নিয়ে কর্মসূচিকে গতিশীল করে তুলছেন। বিভিন্ন সামাজিক মাধ্যমেও প্রচার প্রচারণা চলছে পুরোদমে।

স্থানীয় প্রশাসন পুলিশের পাশাপাশি কমিটির নিরাপত্তা সেল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মোবাইল কোর্ট, বন্দোবস্ত দল ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে যাতে পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়। উপস্থিতি নিয়ন্ত্রণ ও জরুরি সেবা প্রদানে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।