ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

আ.লীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনবিন্যাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, মার্চ ৩০, ২০২১
আ.লীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনবিন্যাস

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনবিন্যাস করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন থেকে সিলেট বিভাগে আহমদ হোসেন, খুলনা বিভাগে বি এম মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগে এস এম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল এবং রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ